লেবেল

List

6/recent/ticker-posts

গভীর রাতে কাক ডাকলে কি হয় জানুন - Bangla Details

রাতের বেলা কাক ডাকলে কি হয়: রাতের বেলা বা 

গভীর রাতে কাক ডাকলে কাক ডাকার সময় বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে যে, রাতে কাক ডাকে কেন? কোন সময় কাক ডাকছে এবং বাড়ীর কোনদিকে বসে ডাকছে। কেন না সময় ও দিকভেদে উহার ফলাফলে বিরাট পার্থক্য পরিক্ষিত হয়। কাক এমন একটি প্রাণী যা ভাল বা মন্দ হওয়ার পূর্বনির্ধারিত। এই ঘটনাগুলির সাথে যুক্ত ব্যক্তি, কাককে একই ক্রিয়া করতে দেখা যায় বলে মনে করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি রাতে কাকের ডাক শোনেন বা গভীর রাতে কাক ডাক শোনেন তবে সেই কাকের 

ডাক রাতের বেলায় শুনলে কি হয় তা জানুন...




গভীর রাতে কাক ডাকলে কি হয়? রাতে কাকের ডাক শুনলে কি হয়?


সপ্তম দণ্ডে থেকে অষ্টাদশ দন্ড পর্যন্ত মানে সন্ধ্যা ৬ টা থেকে গভীর রাতে পর্যন্ত সময়ে কাক ডাকলে কি হয়


1) দিনের চতুর্থ প্রহরে বা রাতের বেলায় নৈঋত কোণ থেকে ‘মুর মুর' শব্দে ডাকলে বাড়িতে চুরি বা আগুন লাগতে পারে।


2) দিনের সপ্তম প্রহরে বায়ু কোণে বসে কাক আহে আহে' শব্দ করলে রোগ বা মৃত্যু অনিবার্য।


3) দিনের চতুর্দশ প্রহরে নৈঋত কোণ থেকে কাক কা কা' শব্দ করলে শত্রু দ্বারা আক্রান্ত হবেন।


4) দিনের চতুর্বিংশতি প্রহরে কাক ‘ওয়া ওয়া’ করলে দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।


5) দিনের পঞ্চবিংশতি প্রহরে কাক নৈঋত কোণ থেকে 'খায়া খায়ে' শব্দ করলে কাউকে সাপে কাটতে পারে।


6) সপ্তম দণ্ডে উত্তর দিকে 'যা যা' রব করিলে অন্য দেশ হইতে সেই দিবসে কোনো সংবাদ আসে।


7) অষ্টম দণ্ডে ঈশান কোণে যদি 'হা হা' ধ্বনি করে তবে সেই দিন কেহ মরে বা মৃত্যুসংবাদ আসে।


৪) নবম দণ্ডে ব্রহ্মস্থানে মস্তকোপরি 'হা হা' রব করিলে সেই দিন পূর্ব প্রার্থনা সিদ্ধ হয়।


9) দশম দণ্ডে যাহার সম্মুখে 'আবা আবা' শব্দ করে তাহার দৈবাৎ দেশ গমন হয়।'


10) কাক যদি একাদশ দণ্ড মধ্যে অগ্নিকোণে ধ্বনি করে তবে সেই দিন সেই গৃহে পুত্র জন্ম।


11) দ্বাদশ দণ্ড মধ্যে 'জয় জয়' রবে বায়ুকোণে কাক ধ্বনি করিলে সেই দিন কোনো শোকোৎপত্তি হয়।


12) নৈকোণে দিবা ত্রয়োদশ দণ্ডে 'কা কা' ধ্বনি করিলে সেই দিবস অতিশয় ক্লেশযুক্ত হয়।


13) দিবা চতুর্দশ দণ্ডে উত্তর দিকে ‘কোব কোব' শব্দ করিলে হঠাৎ ঐ দিবস বৈরীভয় উপস্থিত হয়।


14) পঞ্চদশ দণ্ডে ঈশানকোণে যদি 'যা যা' ধ্বনি করে সেই দিবসে মহা-দুঃখ উপস্থিত হয়।


15) ষোড়শ দরে কাক যদি 'কোবা কোবা' রব করে

তবে অকস্মাৎ সদ্বন্ধু লাভ করে।


16) সপ্তদশ দণ্ডে দক্ষিণ দিকে 'আয় আয়' রব করিলে

সকলের মহৎ দুংখভয় উপস্থিত হয়।


17) অষ্টাদশ দন্ড সময়ে অগ্নিকোণে যদি খাবা খাবা' রব করে তবে অকস্মাৎ উত্তম কৰ্মলাভ।


দিনের চতুর্থ প্রহরে বা রাতের বেলায় কাক ডাকলে যা ঘটেঃ


(বেলা ৩ টার পর থেকে ৬ টা পর্যন্ত সময়কে দিনের চতুর্থ প্রহর বলে)


  • এ সময় বাড়ীর পূর্ব দিকে ডাকলে- অন্যের সাথে

 ঝগড়া বিবাদ হবে।


  • এ সময় বাড়ীর দক্ষিণ দিকে ডাকলে- পুত্ৰ সন্তান

 লাভ হবে।


  • এ সময় বাড়ীর উত্তর দিকে ডাকলে- সুসংবাদ

লাভ করবে।


  • এ সময় বাড়ীর পশ্চিম দিকে ডাকলে কারো মৃত্যু সংবাদ লাভ করবে।


  • এ সময় বাড়ীর অগ্নি কোণে ডাকলে- মামলায়

জড়িয়ে পড়বে।


  • এ সময় বাড়ীর নৈঋত কোণে ডাকলে কারো

কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবে।


  • এ সময় বাড়ীর ঈশান কোণে ডাকলে শুভ সংবাদ

লাভ করবে।


  • এ সময় বাড়ীর বায়ু কোণে ডাকলে- শুভ সংবাদ

লাভ করবে।


  • এ ছাড়াও অনেক সময় কাকের ডাক শোনা যায় ।

যেমন- রাস্তায় চলার সময় কাক ডাকে। কিন্তু এ

ডাকের কোন ভালো মন্দ ফল নেই।

  • আবার চারিদিকে এক সঙ্গে বহু কাক ডেকে উঠে,

এ ডাকের তাৎপর্য মানুষের জ্ঞানের আওতাভুক্ত নয়।


  • কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে বসে ডাকে, তাহলে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।


  • কাক যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বসে ডাকে, তাহলে কোনও শুভ সংবাদ লাভ করবেন।


  •  কাক যদি আপনার বাড়ির উত্তর দিকে বসে ডাকে, তাহলে কোনও খারাপ সংবাদ লাভ করবেন।


  • কাক যদি আপনার বাড়ির পশ্চিম দিকে বসে ডাকে, তাহলে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।


তাছাড়াও


  • কাক যদি কোনও দামী পাথর ঠোঁটে করে এনে আপনার সামনে ফেলে- তাহলে রাজার সমান সুখ লাভ হয়।


  • কাক যদি ঠোঁটে করে মাছ ধরে এনে আপনার সামনে ফেলে তাহলে অর্থলাভের যোগ থাকে।


  • কাক যদি বাড়ির চারিপাশে ঘোরাফেরা করে, তবে বাড়িতে আত্মীয়-স্বজন আসার যোগ আছে।


  • কাক যদি নিজের ছায়াতে ঠোকরায় তাহলে মৃত্যুর আশঙ্কা থাকে কিংবা ভয়ঙ্কর কোনও ক্ষয়ক্ষতি ইঙ্গিত দেয়।


চতুর্থ বা শেষ প্রহরে বা গভীর রাতে কাক ডাকলে কি হয়


শেষ প্রহরে বাড়ির উত্তর দিকে দাঁড়কাক ডাকলে শুভ সংবাদ পাবে। পূর্বদিকে ডাকলে বিবাদ বিসম্বাদ হবে। পশ্চিম দিকে ডাকলে কারও মৃত্যসংবাদ পাবে। দক্ষিণদিকে ডাকলে অর্থ লাভ হবে। ঈশান কোণে ডাকলে সুসংবাদ পাবে। অগ্নি কোণে ডাকলে মোকদ্দমায় পড়বে। নৈরিত কোণে ডাকলে। কিছু উপহার পাৰে। বায় কোণে ডাকলে চুরি হওয়ার আশংকা আছে।



Tags:- গভীর রাতে কাক ডাকলে কি হয়, রাতের - বেলা কাক ডাকলে কি হয়, রাতে কাকের ডাক শুনলে কি হয়, রাতে কাক ডাকে কেন,